ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

৩১ ডিসেম্বর: যথাসময়েই হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১

৩১ ডিসেম্বর: যথাসময়েই হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
সংগৃহীত ছবি

বদলাচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বরের কর্মসূচি। মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি যথাসময়েই অনুষ্ঠিত হবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব জানান আন্দোলনের একাধিক নেতৃবৃন্দ।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।

প্রেস উইং জানায়, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

আমরা আশা করছি, সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত