ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

আসামি ছিনিয়ে নিতে দুর্বৃত্তদের মাধবদী থানায় হামলা-ভাংচুর 

  শুভ্রজিৎ সাহা পিয়াল, নরসিংদী

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৫

আসামি ছিনিয়ে নিতে দুর্বৃত্তদের মাধবদী থানায় হামলা-ভাংচুর 
মাধবদী থানায় হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিবেদক

ডাকাতি মামলার আসামি ছিনিয়ে নেয়ার লক্ষ্যে মাধবদী থানায় হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে ছিনিয়ে নিতে পারেনি দুর্বৃত্তরা। খবর পেয়ে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কথা স্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার। জানিয়েছেন বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

জানা যায়, গত কয়েকদিন আগে চট্রগ্রাম থেকে একটি তেল বোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই হয়। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানভির হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ।এরই জের ধরে দেলোয়ার হোসেন ও তার ছেলে তানভির হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। ওই সময় থানার জানালার গ্লাসসহ বেশ কয়েকটি স্থানে ভাংচুর চালায়। পরে ডিবি পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানা হাজতে থাকা অভিযুক্ত তানভিরকে ছাড়িয়ে নিতে পারেনি হামলাকারীরা।

এ বিষয়ে জানতে মাধবদী পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেটে হামলা করেছিল। আমরা এলার্ট ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিম উল্লাহ বলেন, গতরাতে ডাকাতি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজ সোমবার দুপুরে একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। আমরা ধারণা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। হামলাকারীরা থানার দরজা ও কিছু জানালার গ্লাস ভাংচুর করে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত