ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, সচিবালয়ে পোড়া ভবনটি মেরামত করা যাবে’ 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:২৭  
আপডেট :
 ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, সচিবালয়ে পোড়া ভবনটি মেরামত করা যাবে’ 
আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবনটি মেরামত করে আবার ব্যবহার উপযোগী করা যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী। এ বিষয়ে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।

সচিবালয়সহ সরকারি স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এ বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভুঁইয়া সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

উপসহকারী প্রকৌশলী বলেন, গণপূর্তের বড় ডিজাইনার, বুয়েটের স্যাররা আসছেন। এক্সপার্ট টিমে বড় বড় ইঞ্জিনিয়াররা আছেন। তারা পরিদর্শন করছেন। আজকেও দেখে গেছেন তারা। সমস্ত কিছু দেখে তারা প্রতিবেদন দেবেন।

গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস দশ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। আগুনে ষষ্ঠ থেকে নবম তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলার অধিকাংশ নথি পুড়ে যায়।

মান্নান বলেন, দশ তলা ভবনটির প্রতি ফ্লোরে ৪০ থেকে ৫০টি কক্ষ রয়েছে। মোট চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব ফ্লোরে থাকা ছয়টি মন্ত্রণালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে।

সেদিন রাতে ভবনটির উপরের দিকে একটি ফ্লোরে এমাথা থেকে ওমাথা আগুন জ্বলতে দেখা যায়, যার ভিত্তিতে নাশকতার সন্দেহের কথা বলা হচ্ছে।

আগুনের সূত্রপাত কয় জায়গায় ছিল জানতে চাইলে গণপূর্তের এই প্রকৌশলী বলেন, এটা ফায়ার সার্ভিস বলতে পারবে। তবে আমরা সেখানে গিয়ে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। অনেকগুলো কমিটি তদন্ত করছে। তারা বলতে পারবে এটা কীভাবে হয়েছে।

ভবনটি এখনো পুলিশের হেফাজতে রয়েছে, গণপূর্তের কাছে এখনো হস্তান্তর করা হয়নি বলে জানান তিনি।

আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় ২০০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত শেষেই বলা যাবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখনই হয়ত আমরা বুঝব এটি সংস্কার করতে কতদিন লাগবে।

এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কোনো গাফিলতি বা অবহেলা ছিল না বলেও দাবি করেন এ কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত