ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

মসজিদের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’

  প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৫

মসজিদের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
ছবি: সংগৃহীত

ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ভেসে উঠেছে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটির এমন চোরাগোপ্তা প্রচারণায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াটার দিকে এ ঘটনা ঘটে। এটি দেখে বিক্ষুব্ধ হয় জনতা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মসজিদের জমির হোসেন নামের একজনকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ এমন একটি লেখা দেখা যায়। এটি দেখার পরেই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র-জনতা বড় মসজিদের সামনে অবস্থান নেয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। পরে সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলার প্রতিনিধিসহ সাধারণ মানুষ বলছেন, এই মসজিদের কমিটিতে আওয়ামী লীগের লোকজন আছে। তারাই এমন ন্যক্কারজনক কাজ করেছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সচেষ্ট রয়েছি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত