শ্রমিকদল নেতা আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩
নরসিংদীতে শ্রমিকদল নেতা আলম হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও পরে জেলা প্রশাসন কার্যালয়ে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, 'পাঁচদোনায় যুবদল নেতা মোসাদ্দেক অস্ত্র দিয়ে ব্যাপক চাঁদাবাজি করতে থাকে। চাঁদাবাজিতে বাধা দেয়ায় পাঁচদোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলম মিয়ার উপর হামলা চালিয়ে হত্যা করা হয়। মোসাদ্দেক ও তার বাহিনীর আক্রমণে এখনো একজন গুলিবিদ্ধ সহ অনেকেই আহত রয়েছে। নিহত আলমের পরিবারকেও মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে মোসাদ্দেক। শুধু আলম হত্যাই নয়, সম্প্রতি মেহেরপাড়ায় ছাত্রদল সদস্যকে গুলি করে হত্যা মামলারও আসামি এই মোসাদ্দেক। সে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ অদৃশ্য কারণে তাকে গ্রেপ্তার করছে না।
কর্মসূচিতে অংশ নেন, নিহত আলমের ছোটবোন পারভীন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্ছু মেম্বার, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া মেম্বার, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইমান আলীসহ নিহতের স্বজন ও এলাকাবাসীসহ সহস্রাধিক নারী-পুরুষ।উল্লেখ্য: গত ১৮ ডিসেম্বর রাতে নরসিংদীর পাঁচদোনায় সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি লাল মিয়া মেম্বার ও যুবদল নেতা মোসাদ্দেক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। মোসাদ্দেক ও তার লোকজন লাল মিয়া মেম্বারের লোকজনের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলম মিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি