ঢাকা, বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুল ছাত্রের মৃত্যু

  প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩৬

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুল ছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ছনকান্দা এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জামালপুরের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান।

নিহতরা হচ্ছে- পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের ছেলে ও জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আফিফ আহমেদ, তপন আহমেদের ছেলে ও জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র ইয়ামিন আহমেদ রাহী এবং হাফিজুর রহমানের ছেলে ও ঢাকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রওশন আহমেদ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহতের স্বজনরা জানান, বছর শেষে স্কুলের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে রওশন। দুপুরে দুই মামাতো ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় পাঁচজন। স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিনজন। পরে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। ড্রেজার মেশিনের দ্বারা সৃষ্ট হওয়া গর্তে ডুবেই মারা গেছে তিন ভাই।

জামালপুর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে লিডার টিম পাঠিয়ে দেই। একঘণ্টা উদ্ধার অভিযান করে ৩ জনের মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আর কেউ নিখোঁজ না থাকার অভিযান সমাপ্ত করি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিকালে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।

তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত