ঢাকা, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে পৃথক স্থানে সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৮  
আপডেট :
 ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪০

রাজধানীতে পৃথক স্থানে সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ
ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক দুই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রেইনি চিকিৎসক এবং চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা।

জাহাঙ্গীর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সশস্ত্র বাহিনীর ওই সদস্যরা। অন্যদিকে, শাহবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা।

ফলে, ঢাকার গুরুত্বপূর্ণ এই দুই জায়গার সড়কে অবরোধ করায় তেজগাঁও ও রমনার বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণি এবং শাহবাগ, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাস্তা থেকে সরে যান চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। তবে তখনো শাহবাগ মোড়ে অবরোধ চলছিল।

দেখা গেছে, ভাতা বৃদ্ধির দাবিতে আজ রোববার সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে জড়ো হতে থাকেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তারা ভাতা বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এতে করে যানজটে স্থবির হয়ে যায় শাহবাগ ও আশেপাশের এলাকা। ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতালগামী রোগীদের ও অন্যান্য যাত্রীদের। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা যায়।

সড়কে আটকে পড়া বিক্ষুব্ধ যাত্রী ও চালকদের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফায় বাগ্‌বিতণ্ডা হতে দেখা যায়।

তবে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখের সড়কে সীমিত পরিসরে যান চলাচল করতে দেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বিকেলে গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারীরা জাহাঙ্গীর গেট থেকে চলে যাওয়ার পর যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়। তবে শাহবাগ মোড় বন্ধ থাকায় এদিক থেকে (বিজয় সরণি) শাহবাগের দিকে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে।

শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. মাসুদ বিকেলে বলেন, চিকিৎসকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন। শাহবাগ ও আশপাশ এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

পুলিশ ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন আগেই জানিয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত