ঢাকা, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ত্রিশালে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

  প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮  
আপডেট :
 ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪

ত্রিশালে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ রয়েছে। এতে ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে উপজেলার ধলা স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির এএসআই আরিজ শিকদার।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিজ শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ধলা স্টেশনে নিয়ে লাইন ক্লিয়ার করা হবে। পরে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে। সব মিলিয়ে বিকেলের মধ্যে আবারও চালু হবে বলে আশা করা যায়।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত