ঢাকা, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৭

লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
দালাল বাজার এলাকায় রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: প্রতিবেদক

লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। রোববার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দালাল বাজার এলাকায় রাস্তার পাশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যদিও আগের মতো অভিযানটি মাঝপথে থমকে যাওয়ার আশংকা করছে স্থানীয়রা।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ, সহকারি কমিশনার (ভূমি) অভি দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে পৌরসভা ও উপজেলাগুলোর বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। এরপর এখানে যেন পূনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। যদি এ সুযোগটি কেউ নেয়ার চেষ্ঠা করে তাহলে আজকের মত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, উচ্ছেদের পর যেন আবারো নতুন করে স্থাপনা তৈরি করতে না পারে, সেটা প্রশাসন নিশ্চিত করতে হবে। তাহলেই এই উচ্ছেদ অভিযান বাস্তবায়ন হবে বলে আশা করেন তারা। দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা থাকায় একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সড়ক দূর্ঘটনা বাড়ছে।

লক্ষ্মীপুরের পৌর শহরের উত্তর তেমুহনী, দালাল বাজার, জকসিন চন্দ্রগঞ্জ সহ মোট ১০টি পয়েন্টে এক হাজারটি অবৈধ স্থাপনা চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত