শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪
শেরপুরের ভাতশালায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে অটোচালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী জিনোম মেডিকেল কলেজে ভর্তির পর আরও এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। মরদেহগুলো শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস এবং অটোরিকশাটি জব্দ করে সদর থানায় নেয়া হয়।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, ঘাতক বাসকে আটক করেছি। যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।
বাংলাদেশ জার্নাল/এমপি