ঘাট নিয়ে দ্বন্দ্বে সাবেক কাউন্সিলর খুন, বিএনপিকর্মী আটক
প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩
যশোরের অভয়নগরে জিয়া উদ্দিন পলাশ নামে সাবেক এক কাউন্সিলরকে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের দিয়েছে জনতা।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দীন পলাশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রায় দুই দশক আগে পলাশের বাবা ইব্রাহিম হাসান সরদারও ঘাট নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল করিম বলেন, নওয়াপাড়া নৌ বন্দরের একটি ঘাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিকর্মী রইচ উদ্দীনের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে রইচ শনিবার রাতে পলাশকে আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়।
এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, স্থানীয়রা রইচকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ওসি বলেন, রইচকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর পলাশের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এফএম