ঢাকা, বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৪২  
আপডেট :
 ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
প্রতীকী ছবি

সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকায় নৌপরিবহন অধিদপ্তরের কার্যালয়ে নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়।

অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমডোর মাকসুদ আলম বলেন, আলোচনার পর নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিত করে রাত থেকেই কাজে ফেরার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি বিষয়ে আলোচনা হয়েছে এবং মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। আলোচনার পর তারা ধর্মঘট স্থগিতে রাজি হয়েছেন।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, আলোচনা শেষে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়েছে এবং রাত থেকেই শ্রমিকরা কাজে যোগ দেবে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে জাহাজে সাত শ্রমিক খুনের ঘটনায় জড়িতদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সারাদেশে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত