ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

হাসনাত আব্দুল্লাহ ইস্যুতে যে ব্যাখ্যা দিলো সময় টিভি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭

হাসনাত আব্দুল্লাহ ইস্যুতে যে ব্যাখ্যা দিলো সময় টিভি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানত আব্দুল্লাহ | সংগৃহীত ছবি

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচজন সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদভিত্তিক বেসরকারি চ্যানেল সময় টেলিভিশন। একই সঙ্গে চাকরিচ্যুতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানত আব্দুল্লাহ বা অন্য কারও কোনো সংশ্লিষ্টতা নেই বলেও স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার রাতে এক বিবৃতিতে সময় টেলিভিশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিবৃতিটি সময় টেলিভিশনের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

সময় টিভি বলছে, দেশ ও সময় টিভির সঙ্গে সাংঘর্ষিক, এমন কাউকে চাকরিতে বহাল রাখা হবে না। সেই ধারাবাহিকতায় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-

জুলাই বিপ্লবের আগ পর্যন্ত সময় টেলিভিশন পরিচালনার সঙ্গে ‌‘সিটি গ্রুপ’ কখনোই যুক্ত ছিল না। ‌সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সিংহভাগ অংশীদারিত্ব থাকার পরও সময় টেলিভিশন পরিচালনায় সিটি গ্রুপ কখনোই কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সিটি গ্রুপ সর্বদাই ছিল বিনিয়োগকারীর ভূমিকায়।

সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি এই শিল্প প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল। তবে জুলাই-আগস্টের ছাত্রজনতার বিপ্লবে সময় টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে সিটি গ্রুপও বিব্রতবোধ করেছে। শিল্পগোষ্ঠীর অংশীপ্রতিষ্ঠানকেও সমালোচনার ভাগিদার হতে হয়েছে। তাই ৫ আগস্টের পর সিটি গ্রুপ সময় টেলিভিশনে তার অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনার দায়িত্ব নিতে উদ্যোগী হয়। বিষয়টি উচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়েছে।

পরবর্তী সময় থেকে পেশাজীবীরাই সময় টিভি পরিচালনা করে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে গত ১৮ ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়েও কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ’র অবস্থানকালে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি। তালিকা মাফিক সময় টেলিভিশনের কর্মী চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক। সময় টেলিভিশনের সহকর্মীসহ সবার স্মরণে থাকার কথা, পরিচালনা বোর্ডের দায়িত্বে পরিবর্তন আসার পর সময় টেলিভিশনের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল- দেশ ও সময় টিভির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের স্বাগত জানানো হবে না। তারই ধারাবাহিকতায় কয়েকজন সহকর্মী সময় টিভি থেকে অব্যাহতি নেন বা দেওয়া হয়। যেখানে কোনো রাজনৈতিক দল ও সংগঠনের সংযুক্তি ছিল না। সর্বশেষ সিদ্ধান্তের সঙ্গেও এমন কোনো সম্পৃক্ততা খুঁজতে চাওয়া অমূলক।

সময় টেলিভিশন নিজস্ব নীতিমালা ও পরিকল্পনা মতো প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণে সময় টেলিভিশন পরিচালনা বোর্ড অঙ্গীকারবদ্ধ।

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি টেলিভিশন সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত