নোয়াখালীতে বিএনপি কর্মীকে গুলি করে কুপিয়ে হত্যা
প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:০০
নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়নে এক বিএনপি কর্মীকে গুলির পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) একই ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর তিনি এলাকার বাইরে ছিলেন। আজ সুজায়েতপুর জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সিএনজিযোগে প্রথমে পায়ে ও পেটে গুলি করে। পরে তাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কে বা কারা কেন হত্যা করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, আমি গত তিন বছর ধরে এলাকার চেয়ারম্যান। তাকে কখনও এলাকায় দেখি নাই কিন্তু তার নাম শুনেছি। গত ৫ আগষ্টের পর সে এলাকায় ফিরে আসে। ধারনা করা হচ্ছে পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপ মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর তাকে নৃষংষভাবে জবাই ও গুলি করে হত্যা করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় সেখানে সেনবাহিনী, র্যাব পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে পৌছে। এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ লিটন দেওয়ানকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানাতে পারব।
বাংলাদেশ জার্নাল/আরএইচ