ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪৬  
আপডেট :
 ২৬ ডিসেম্বর ২০২৪, ২২:০৬

পরিত্যক্ত ডোবায় পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুর চিরিরবন্দরে বাড়ির পাশে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে মুয়াজ হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নাটাউ তেলীপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু মুয়াজ হোসন নাটাউ তেলিপাড়া গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শিশু মুয়াজ বাড়িতে খেলা করছিল। খেলতে গিয়ে সবার আড়ালে কোনো এক সময় সে বাড়ির পাশে পরিত্যক্ত ডোবার পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুয়াজকে মৃত ঘোষণা করেন।

উপজেলার নশরতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম ওরফে লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত