ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের সময় বাড়ল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের সময় বাড়ল
ফাইল ছবি

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আরেক দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

জানা যায়, নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়।

প্রথম ধাপে গত ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় দেওয়া হয়েছিল। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তার আগে আরেক দফা বাড়ানো হলো সময়।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত