যে সুখবর দিলো বিআরটিএ
প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:২৪
গ্রাহক সেবার মান বাড়াতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিআরটিএ’র উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।
এত বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অথরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলগুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্রাহকসেবা প্রদান নিশ্চিত করার জন্য নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে জানানো হয়।
বাংলাদেশ জার্নাল/ওএফ