ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫  
আপডেট :
 ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮

সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগুন লাগার পরপরই সচিবালয়ের প্রবেশমুখে অবস্থান নেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এবার সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

আপাতত কাউকে সচিবালয়ে ঢুকতে দিচ্ছেন না পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে সকাল পৌনে সাতটার দিকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ কথা কথা জানান।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, তাঁরা আশা করছেন আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সচিবালয়ের ৭ নম্বর ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত