ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

উপদেষ্টা আসিফ মাহমুদ

শুধু একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি

  প্রতিনিধি

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:২১  
আপডেট :
 ২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২

শুধু একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া. ছবি: সংগৃহীত

শুধু একটি নির্বাচনের জন্য এতোগুলো মানুষ শহীদ হয়নি। দেশে আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৫ ডিসেম্বর ) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে রেখে যাওয়া দেশের সব প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি।

আসিফ মাহমুদ বলেন, আন্দোলনে প্রায় ২ সহস্রাধিক শহিদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। শহিদ ও আহতদের পরিবারগুলোও সংস্কারের কথা বলছেন। অন্তর্বর্তী সরকার ক্লিয়ার ম্যান্ডেড হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। আপনারা জানেন অন্তবর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর ৩ মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাবনা জমা দেবেন, তারপরে আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাব।

উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলা গুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলা গুলোতে উন্নয়ন কার্যক্রম করা হবে৷ বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি৷

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে।

উপদেষ্টা বলেন, আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব৷

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত