ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

৫ দিন নিখোঁজ থাকার পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালেদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬

৫ দিন নিখোঁজ থাকার পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালেদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান. ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসান ফিরে এসেছেন।

নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি হলে ফেরেন। এ সময় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা খালেদকে তাঁর কক্ষে নিয়ে যান।

সহপাঠীরা জানিয়েছেন, খালেদ হাসান সুস্থ আছেন। তবে গত পাঁচ দিন তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন, তা জানা যায়নি।

মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে খালেদের ফিরে আসার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।

খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

জহুরুল হক হলের শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ জানান, খালেদ হলে ফিরে নিজের কক্ষে আছেন। চুপচাপ আছেন, কথা বলছেন না। তাঁর সঙ্গে এ ক’দিন কী ঘটেছে, তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খালেদ হাসান গত শুক্রবার থেকে নিখোঁজ বলে জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। সে সময় সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে খালেদ তার বন্ধু ওমর ফারুকসহ বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করেন। পরদিন শুক্রবার ভোর ৫টার সময় তিনি পূর্বাচল জলসিঁড়ি আবাসিক এলাকায় ২১ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকেও এক বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, চারদিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত