ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে, মো. গোলাম আম্বিয়া মাহমুদকে সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে, মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশে, মোহা. আজহারুল ইসলাম মুকুলকে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার, মোহা. রেজাউল হককে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লক্ষ্মীপুরে, মোহাম্মদ সাইফুল মালিককে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলে, মো. আরিফুল ইসলাম সিদ্দিকীকে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোহাম্মদ নাজমুল রায়হানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মো. জহিরুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিদ্রোহ কুমার কুন্ডুকে সহকারী পুলিশ সুপার কাহারোল সার্কেল দিনাজপুরে, মো. মমিনুল হককে এসবি ঢাকার সহকারী পুলিশ সুপার, মো. আতিকুর রহমানকে সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল ব্রাহ্মণবাড়িয়া, অনীশ কীর্ত্তনীয়াতে সহকারী পুলিশ সুপার এপিবিএন, মো. মোজাম্মেল হককে সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল কুড়িগ্রামে বদলি করা হয়েছে।

অপরদিকে মো. আউয়াল হোসেন খান, মো. সিরাজুল ইসলাম, দীপক চন্দ্র মজুমদারকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মো. রেজাউল হক, মো. বাবুল উদ্দীন সরদার, একেএম দৌলত আকবর, শেখ মোস্তাফিজুর রহমান ও মঈনুর রহমানকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত