বিদেশ যেতে বিজিবির সাবেক মহাপরিচালককে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৪৭
বিদেশ যেতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলামকে বাধা প্রদান করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কানাডা যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্ত্রীসহ আটকে দেয়া হয়।
এ ব্যাপারে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান গোলাম রসুল বলেন, মইনুল ইসলাম টরন্টো (কানাডার শহর) যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। এরপর তিনি বিদেশে যাবেন। তাকে আটক করা হয়নি।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টার মাথায় বিধ্বস্ত বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মো. মইনুল ইসলাম।
বাংলাদেশ জার্নাল/কেএইচ