ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

২৮ ডিসেম্বর খেলাফত মজলিসের জাতীয় অধিবেশন, দিতে চান গুরুত্বপূর্ণ বার্তা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪২

২৮ ডিসেম্বর খেলাফত মজলিসের জাতীয় অধিবেশন, দিতে চান গুরুত্বপূর্ণ বার্তা
২৮ ডিসেম্বর খেলাফত মজলিসের জাতীয় অধিবেশন। ছবি: প্রতিবেদক

আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন ডেকেছে খেলাফত মজলিস। সেখান থেকে দেশ ও জাতির উদ্দেশে দলটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সংবাদ সম্মেলনের শুরুতেই লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় অর্জনের মাস ডিসেম্বরের এই দিনে আজকে শুরুতেই আমরা ৭১'র মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করছি। আমরা কৃতজ্ঞতাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থাণে যারা জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদী দুঃশাসন মুক্ত করেছেন, সেই সব শহীদদের। শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা আহত হয়েছেন, এখনো অসুস্থ আছেন তাদের সুচিকিৎসা ও আশু আরোগ্য কামনা করছি।

আহমদ আবদুল কাদের বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার নিশ্চিত, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সুসংহত করে কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আজকে জাতীয় ঐক্য জরুরি।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, অধিবেশন উদ্বোধন করবেন কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক আমীর বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করবেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

প্রশ্নের জবাবে ড. আহমদ আবদুল কাদের বলেন, বর্তমান সরকার বলেছে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন দিবে আমরা সে বিষয়ে আশাবাদী। তিনি বলেন, দ্রব্যমূল্য কমাতে হবে। এজন্য সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। একইসঙ্গে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত