ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

যুবদল নেতা হত্যা: তিনদিনের রিমান্ডে সাবেক এমপি পোটন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭

যুবদল নেতা হত্যা: তিনদিনের রিমান্ডে সাবেক এমপি পোটন
সাবেক সংসদ সদস্য কামাল আশরাফ খান পোটন | সংগৃহীত ছবি

রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আশরাফ খান পোটনের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

ঢাকার সিএমএম আদালতে এদিন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জামান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে।

বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যান।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত