ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭  
আপডেট :
 ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬

চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি মালাবাহী জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডাকাতের হামলায় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়।

বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁরা সন্দেহ করছেন, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত