ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে বোতাম কারখানায় আগুন: নিহত বেড়ে ৩

  প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০

গাজীপুরে বোতাম কারখানায় আগুন: নিহত বেড়ে ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার আগুনে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

সোমবার সকালে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধারের খবর জানানো হয়। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানাতে হবে।”

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাট জেলার বাবলু মিয়ার ছেলে মজলুম মিয়া।

এর আগে রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের ‘এম অ্যান্ড ইউ ট্রিমস’ লিমিটেড কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টায় তা নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহুর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। ওইসময় কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। কারখানার আশপাশে থাকা বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ নিয়ে আসতে থাকে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “যেহেতু কেমিক্যাল ড্রামের বিস্ফোরণের খবর ছিল, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

“প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণও হচ্ছিল।”

রোববার রাতেই গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন দুজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছিলেন।

দুটো মরদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছে। তাই মরদেহ দুটোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারনা করছি, প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হতে পারে।

বাংলাদেশ জার্নাল/এনবি

  • সর্বশেষ
  • পঠিত