ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ৯ ঘন্টা আগে
শিরোনাম

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৩২

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১। আর একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৯ জন। ফলে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা এ নিয়ে তৃতীয়বারের মত লাখ ছাড়াল।

এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ২০১৯ সালে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন। এ ছাড়া, ঢাকা উত্তর সিটিতে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫, খুলনা বিভাগে ১১, ময়মনসিংহে ৫ ও রাজশাহীতে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৫৬১ জন ডেঙ্গুরোগী মৃত্যুবরণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

চলতি বছরের আগস্টের পর থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। ২০ অগাস্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়ায়। ২৪ সেপ্টেম্বর ভর্তি রোগীর সংখ্যা ছাড়ায় ২৫ হাজার। প্রায় এক মাস পর ২১ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়। পরের ৫০ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয় শেষ দুই মাসে। এ সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত