হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:০২
অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার বাদ এশা ধানমন্ডিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিশর থেকে ডি-এইট সম্মেলন শেষ করে দেশে ফিরে সরাসরি হাসপাতালে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের আমির ড. শফিকুর রহমান ল্যাবএইড হাসপাতালে উপস্থিত হয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন। মির্জা ফখরুল তাকে একজন সজ্জন ও মৃদুভাষী ব্যক্তি হিসেবে স্মরণ করেন। অন্যদিকে, ড. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ একজন খাঁটি দেশপ্রেমিককে হারাল।
২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন এ এফ হাসান আরিফ। পরে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে সহকর্মী, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন। তারা তার কর্মজীবন ও মানবিক গুণাবলির কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ আইনজীবী এবং দেশপ্রেমিক।
বাংলাদেশ জার্নাল/ওএফ