ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রাজশাহীতে বিএনপি নেতার কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতি

  প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩১

রাজশাহীতে বিএনপি নেতার কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতি
ছবি: সংগৃহীত

রাজশাহী জেলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের চলমান সংঘর্ষের ঘটনা সমঝোতা করতে নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের কার্যালয়ে গিয়ে আবারও দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়েছে। এতে ৪ জন বাস শ্রমিক আহত হয়েছেন। এতে পণ্ড হয়ে যায় সমঝোতা বৈঠক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন বলেন,দুই পক্ষের সংঘর্ষের মীমাংসার জন্য বোয়ালিয়া জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) তাকে দায়িত্ব দেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তার চেম্বারে দুই পক্ষের আসার কথা থাকলেও তখন শুধু মোটরশ্রমিকের নেতারা সেখানে যান, কিন্তু সিএনজি চালকেরা তখনও আসেননি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর সিএনজি চালক হারুর নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন মিছিল নিয়ে চেম্বারের সামনে এসে তারা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাখিকে উগ্রভাবে খুঁজতে থাকে। এ সময় পাখি কোথায়?, পাখি কোথায়? বলে তারা হারুর নেতৃত্বে মোটরশ্রমিকের ৩ থেকে ৪ জনকে কিলঘুষি মেরে আহত করে।

তিনি বলেন, মীমাংসায় বাধা ও মারামারিকে একটি ষড়যন্ত্র বলে মনে করছি। এখানে তৃতীয় পক্ষ নিজেদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ঝামেলাটার সমাধান চাচ্ছে না। সেজন্যই তারা এ মীমাংসাকে বাধাগ্রস্ত করেছে।

এর আগে সোমবার সকালে তানোর উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশাচালকেরা বাসের ছয়জন চালক, চালকের সহকারী ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করে। এর জেরে ওইদিন রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ হয়। পরে বাস চলাচল শুরু হলেও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজশাহী থেকে নওগাঁ রুটে বাস চলাচল করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সিএনজি চালকেরা।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত