কক্সবাজার
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫
প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬
কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জনের আংশিক পরিচয় পাওয়া গেলেও বাকি একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী।
নিহতরা হলেন- সিএনজি চালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের পুত্র মনিরুল মান্নান। চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তানও রয়েছে। নিহত অপর জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়ার যায়নি।
স্থানীয়রা জানায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনের মৃত্যু হয়। অপর নিহত শিশু চট্টগ্রামে নেয়ার পথে মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্বজনরা।
পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই শিশুসহ পাঁচ যাত্রী নিহত এবং আহত হন দুজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/এফএম