ইজতেমার মাঠ ছাড়ছেন মুসল্লিরা, নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯

ইজতেমা ময়দানে প্রবেশে পুলিশ নিষেধাজ্ঞা দেয়ায় মুসল্লিরা ধীরে ধীরে ময়দান ও আশপাশের এলাকা ছেড়ে যাচ্ছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের আশপাশে এমন চিত্র দেখা যায়।
ইজতেমা ময়দানে কেউ যাতে প্রবেশ করতে না পারে সে জন্য দুপুরের পর সবগুলো গেট তালা দেওয়া হয়। দুপুরের আগেই বেশিরভাগ মুসল্লি ময়দান ত্যাগ করেন। তবে যারা বের হতে পারেননি তারা দেয়াল ও গেট টপকে ময়দান ছাড়ছেন। ইজতেমার ময়দানের বাইরের অনেকে আত্মীয়-স্বজনের খোঁজে এসেছেন।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেন।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না।
মঙ্গলবার রাত ৩টার দিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখল রাখাকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় যে কোনো সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, ইজতেমা ময়দানের আশেপাশে পুলিশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের আশেপাশে জলকামান ও রয়েট কারও মোতায়েন করা হয়েছে।
বুধবার ইজতেমা ময়দানের প্রবেশপথ টঙ্গী মুন্নু টেক্সটাইল মিল গেইট ও কামারপাড়া মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতি দেখা গেছে। এছাড়া টঙ্গীর স্টেশন রোড, বাটা গেইট এলাকাতেও রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ জার্নাল/এমপি