ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

দুই শিক্ষার্থী হত্যা: বিচারের দাবিতে রামপুরায় বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪  
আপডেট :
 ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫

দুই শিক্ষার্থী হত্যা: বিচারের দাবিতে রামপুরায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী হত্যার বিচারের দাবি করে বিক্ষোভ সমাবেশ ও আংশিক অবরোধ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল চারটার দিকে রাজধানী রামপুরা ব্রিজে তারা এ কর্মসূচি পালন করেন।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান ও এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হত্যার দ্রুত বিচার দাবি করা হয়। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও দেশজুড়ে অভ্যুত্থানকারী ছাত্র-জনতার নিরাপত্তাহীনতার অভিযোগ করেন তারা।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, শিহান ও সীমান্তকে টার্গেট কিলিং করা হয়েছে। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যা ও আক্রমণ করা হচ্ছে। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আজ আংশিক অবরোধ করা হয়েছে। যদি দ্রুত বিচার করা না হয় তাহলে আমরা পুরো ঢাকা অবরোধ করতে দ্বিধা করব না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত