ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:০৫

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ, সিএনজি স্ট্যান্ড ও কলকারখানার জুট ব্যবসায় দখল নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ফুটপাতের বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। এসময় ঢাকা সিলেট মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার দুপুরে পাঁচদোনা মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে (মঙ্গলবার) রাতে একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলোগুলির ঘটনা ঘটেছে। ওই সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বিএনপি সহ-সভাপতি লাল মিয়া এবং স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

মঙ্গলবার রাতের ঘটনায় আহতরা হলেন, গুলিবিদ্ধ আহত মো. রনি (৩২) পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে। আহত অন্যান্যরা হলেন একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)।

জানা যায়, নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড ও কলকারখানার জুট ব্যবসা দখল নেয়াকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল মঙ্গলবার রাতে লাল মিয়া মেম্বারের প্রবাসী ছেলেকে মারধর করে মোসাদ্দেক সমর্থকরা। এই খবর ছড়িয়ে পড়লে লাল মিয়া সমর্থকরা মোসাদেক সমর্থকদের ধাওয়া দেয়। ওই সময় দুই পক্ষর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়। পরে লাল মিয়া সমর্থকররা বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শনসহ টায়ারে আগুন দিয়ে অবরোধ করে।

এরই জের ধরে আজ বুধবার দুপুরে মোসাদ্দেক হোসেন ও তার সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে লাল মিয়া মেম্বারের সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় বিক্ষোব্ধরা ফুটপাতের বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাংচুর চালায়। এসময় ঢাকা সিলেট মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কথা বলতে লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সাথে যোগাযোগ করা হয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপের আধিপত্য কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতির পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত