টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় দুই হাফেজ নিহত
প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭
টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান শিরাজী (১৮)। নিহত হাবিবুর মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি করতেন। হাসান একই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয়রা জানান, দুই মাদ্রাসাশিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে আজান দেয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপভ্যানটি সড়কের পাশে উল্টে যায়। মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
মধুপুর থানার ওসি এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পিকআপভ্যনটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
বাংলাদেশ জার্নাল/এনবি/ওএফ