ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘নাটোরে বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সমালোচনার ঝড়’ শিরোনামে গত ৭ ডিসেম্বর বাংলাদেশ জার্নালের অনলাইনে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ডা. ফারজানা রহমান। প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

প্রতিবাদ লিপিতে ডা. ফারজানা রহমান কয়েকটি বিষয় উল্লেখ করেন। প্রথমত, সংবাদে এমনভাবে উপস্থান করা হয়েছে, যেন আমি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আপন শ্যালিকা। কিন্তু আমি তার স্ত্রীর আপন চাচাতো বোন।

দ্বিতীয়ত, আওয়ামী লীগের শাসন আমলে সাবেক প্রতিমন্ত্রী পালকের দাপটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করছি বলে বলা হয়েছে। বস্তুত সরকারি ভবন শর্তসাপেক্ষ ও সকল নিয়ম কানুন মেনে আমি সেই ভবন ভাড়া নিয়েছি।

তৃতীয়ত, বলা হচ্ছে- আমি প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটের প্রচারণায় অংশগ্রহণ করেছি। যা বানোয়াট ও মিথ্যা। কারণ আওয়ামী লীগে আমার প্রাথমিক সদস্য পদও নেই। এছাড়া পলকের প্রভাবে আমি জয় ‘বাংলা এওয়ার্ড’, ‘দা আনস্টাপেবল ইউমেন’ পেয়েছি বলা হয়েছে। কিন্তু এই পুরস্কার আমার সমাজ সেবার কারণে পেয়েছি।

চতুর্থত, আমি আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বলা হচ্ছে, আর এখন আমাকে বিএনপি বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা মিথ্যা। আমার বাবা সিংড়া থানার ছাত্রদলের সাবেক সাধারণ সাধারণ সম্পাদক ছিলেন।

কাজেই আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর। এসব সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষন্ন করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা তথ্য-প্রমাণের ভিত্তিতেই করা হয়েছে। সেখানে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত বা বক্তব্য ছিল না।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত