ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বিজয় দিবসে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭

বিজয় দিবসে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার (১৬ ডিসেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী। এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রূগের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অন্যদিকে বাংলাদেশ ও সারাবিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মো. মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, উপ-পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত