ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

লালমনিরহাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮

লালমনিরহাটে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব কামাল খান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিবেদক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব কামাল খান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে তাকে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতর থেকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ। মাহাবুব কামাল খান সুজন ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলম খা’র ছেলে। তার বাড়ি পূর্ব ফকিরপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং শতাধিক ছাত্র আহত হয়। এ ঘটনায় মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন গত ১৩ নভেম্বর। মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়। ওই মামলার ৮৬নং আসামি হলেন মাহাবুব কামাল খান সুজন।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত