ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

  প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২

লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে আল মদিনা নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই আবুল কালাম নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বুধবার (১১ ডিসেম্বর) আনুমানিক ভোর চারটার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীন লীফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- নাইম ও আবুল হোসেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল-মদিনা পরিবহন নামে একটি বাস গ্যাস নিতে গ্রীস লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, একজন মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত