ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩

নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে নিজের কারখানা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নূরে আলম নামে এক কারখানা মালিকের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি চার দিন আগে নিখোঁজ হন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

কামরাঙ্গীরচরের হাসান নগর ভান্ডারীর মোড়ে স্কিন প্রিন্ট ব্যবসায়ী নুরে আলমকে (৫৭) হত্যার পর লাশ মাটির নীচে পুতে রাখে তারই কর্মচারীসহ অন্যান্যরা। প্রাথমিকভাবে এই ঘটনায় কারখানার এক কর্মচারীসহ চারজন জড়িত বলে জানা গেছে।

মূল হত্যাকারীসহ দুইজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। বাকি দু’জনকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক নুরে আলম। খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার।

স্থানীয়রা ও পুলিশ জানায়, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীসহ বেশ কয়েকজন। আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেয়া হয়।

বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ও আইন অনুযায়ী লাশ উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত