র্যাবকে বিলুপ্ত চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৩
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত চায় বিএনপি। বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশন এ প্রস্তাব দেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশাসস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন বিএনপির স্থায়ী কমিটির মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ।
বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
হাফিজ উদ্দিন বলেন, পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা র্যাব ইতোমধ্যে দেশে এবং বিদেশে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত হয়েছে। দেশী-বিদেশি মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, অধিকাংশ রাজনৈতিক দল এবং সুধীজন র্যাবকে দেশে সংঘটিত অধিকাংশ গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের জন্য দায়ী করেছে। বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে। এই প্রেক্ষাপটে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হলো। র্যাবের দায়িত্ব আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশন বিএনপির কাছে সুপারিশ চাওয়া হয়নি তবুও আমরা একটা সুপারিশ তৈরি করেছি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য সাবেক ডিআইজি খান সাঈদ হাসান, মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান।
এছাড়াও চেয়ারপারসনের মিডিয়া ইউং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ