ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ৭

  প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১২

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ৭
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে একজন এবং নগরকান্দা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। পৃথক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

পুলিশ জানিয়েছে, এর মধ্যে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন।

অপরদিকে দুপুরে মধুখালী উপজেলার মাঝকান্দিতে বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে তাজিম সরদার (২০), পাশের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে শাওন মাতুব্বর (২৪) এবং ফরিদপুর পৌরসভার টেপাখোলার বাসিন্দা মো. মিলন (২৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন বলেন, তাজিম, শাওন ও খালিদ (১৭) মোটরসাইকেলে ভাঙ্গা থেকে যাচ্ছিলেন। পথে নগরকান্দার নাগারদিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। শাওন ও খালিদকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খালিদ হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পিকআপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী মিলন মারা যান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত