ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবি সদর দফতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বিজিবি সদর দফতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বড় কোনো উত্তেজনা নেই। ভারতের দিক থেকে ওদের জনগণ যদি উত্তেজনা তৈরি করে এদেশের জনগণ তার জবাব দেবে। যদি বিএসএফ কোনোকিছু করে তা প্রতিহত করতে বিজিবি প্রস্তুত আছে। তাদেরকে সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় ৫ আগস্টের পর ক্যান্টনমেন্টে অবস্থান করা ৬২৬ জন ফ্যাসিস্টের সহযোগী কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে গেল, তা স্পষ্ট করার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দ্রুততম সময়ে পিলখানা হত্যাকাণ্ড মামলার নিষ্পত্তি দাবি করেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার বলেন, গণহত্যার আসামি হিসেবেই কেবল বাংলাদেশে আসতে পারবে শেখ হাসিনা।

এ সময় আরও কথা বলেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মাজহার।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত