ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বদিউল আলম

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বদিউল আলম
ফাইল ছবি

‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার সংবিধানে ফিরবে এবং জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচনও এই সরকারই আয়োজন করবে।’ নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মুজমদার এমন আশা করছেন। সেজন্য এই সরকারের মেয়াদ আগের মত ৯০ দিনের চেয়ে বেশি সময় করার পক্ষে তিনি।

রোববার (৮ ডিসেম্বর) সকালে সংসদ সচিবালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বদিউল আলম মুজমদার। সভায় সিটি করপোরেশন পৌর সভার সাবেক মেয়র, ইউনিয়ন পরিষদ ও উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা নির্বাচন ব্যবস্থা নিয়ে মত জানান।

সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা একটু বাড়াতে হবে, তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন স্থানীয় সরকার নির্বাচন হয় এবং জাতীয় নির্বাচন হয়। যাতে সত্যিকারে সুষ্ঠু নির্বাচন হয়।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতাকে চ্যালেঞ্জ করে করা দুটি রিট আবেদনের ওপর আগামী ১৭ ডিসেম্বর হাই কোর্ট যে রায় দেবে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরবে বলে আশা করছেন বদিউল। তিনি বলেন, আজকে মতবিনিময় সভায় অনেকেই বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনটা যেন বর্তমান যে অন্তর্বর্তী সরকারের অধীনে করা হয়। অনেকেই প্রথমে স্থানীয় সরকারের নির্বাচন তার পরে জাতীয় সরকারের নির্বাচন করার কথা বলেছেন।

১৭ ডিসেম্বর রায়ের পরে আবার বসবেন বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান।

একজন স্থানীয় সরকার প্রতিনিধি বলেন, পরিবেশ তৈরি হলেই আমরা বলেছি নির্বাচনের কথা। স্থানীয় ও জাতীয় নির্বাচন কিভাবে একসাথে করা যায় বা অল্প সময়ের মধ্যে করা যায় সেটা। স্থানীয় নির্বাচনটা যাতে দ্রুত দেয়। আগের দিনের ভোট রাতে হয়েছে, আমরা এই নির্বাচন আর চাই না। স্থানীয় নির্বাচনে দলীয় কোনো প্রতীক থাকবে না।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার চেয়েছেন প্রতিনিধিরা। এ সময় সংস্কার কমিশনের প্রধান জানান, শেষ দিন পর্যন্ত প্রস্তাবনা নেয়া হবে। এ মাসের মধ্যেই প্রতিবেদন দেয়া হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, নির্বাচন তার অধীনেই হওয়া উচিত। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা আগের দিন পর্যন্ত প্রস্তাব নেব। কারণ পরিশীলিত করার সুযোগ থাকবে আমাদের। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চাই।’

স্থানীয় সরকারকে স্বাধীন ও শক্তিশালী করার দাবিও জানান প্রতিনিধিরা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত