পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৩২
পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেনের কাছে এ প্রস্তাবনা জমা দেয়া হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা জমা দেন।
জানা গেছে, বিএনপির পক্ষ থেকে পুলিশ প্রশাসনিক সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ