ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে ৯-১১ ডিসেম্বরের মধ্যে বৈঠক: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে আগামী ৯ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে আগামী সপ্তাহে ঢাকা আসবেন ভারতীয় পররাষ্ট্র সচিব। সব কিছু ঠিক থাকলে এটিই হবে গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। এবারের বৈঠকে ভারতের অর্থায়নে উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু করা, ভিসা ব্যবস্থার সহজিকরণ, সরাসরি ফ্লাইট বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনা করা হবে বলে জানা গেছে।
ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপড়েন চলছে। এসব ইস্যুতে প্রতিদিনই বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়েকটি রাজ্যে বিক্ষোভ হচ্ছে। ওই দেশের নেতারাও বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও প্রস্তাব করছেন। এ পরিস্থিতিতে গত সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে একটি বড় বিক্ষোভ থেকে হামলা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো ছাড়াও গতকাল মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি বৈঠক হয়। ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সিদ্ধান্ত তখনই নেয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করার পর এটিই ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।
বাংলাদেশ জার্নাল/এমপি