বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৭
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানের নেতৃত্বে এ মিছিলটি হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর কাঁটাবন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নীলক্ষেত মোড় ঘুরে ফের কাঁটাবন এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় সালেহ মোহাম্মদ আদনান বলেন, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সেসব নিয়ে দেশটির কোনো সংকোচ বা অনুশোচনা নেই। কিন্তু বাংলাদেশে তাদের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না হওয়ায় তারা অযাচিত উদ্বেগ-উগ্রতা প্রকাশ করছে, যা সীমা অতিক্রম করেছে।
তিনি বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ দিল্লির তাঁবেদারি কখনোই মেনে নেবে না। বুকের তাজা রক্ত দিয়ে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, ওলিউদ্দিন ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামিম আকন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলআমিন হোসেনসহ ঢাকার বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতৃবৃন্দ।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এফএম