ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

পাবনায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:০২  
আপডেট :
 ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:০৫

পাবনায় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫
ছবি: প্রতিনিধি

পাবনার সুজানগরে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেটের অন্তত ১৫ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগরের ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ।

অগ্নিদগ্ধরা হলেন, সুজানগরের আজমতের ছেলে জসিম (২৫), রেজাউলের ছেলে রাব্বি (২৪), রেজাউল ইসলামের ছেলে মিরাজুল (১৯), তেলের দোকানদার জনাব (৪০) ও শাহজাদপুরের রতনকান্দির মোজাহারের ছেলে জবর আলী (৪৫)। তাদের মধ্যে জনাবের শরীরের প্রায় ২০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। এরপর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন অগ্নিদগ্ধ হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে এবং অন্যান্যদের ১০-১৫ শতাংশ শরীর অগ্নিদগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত