ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১

কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার কৃষকদলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি

১১ ডিসেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল জেলা ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও সাজসজ্জাকরণ।

সকাল ১১ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পূষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ। বেলা ২টায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা।

১২ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

১৩ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

১১, ১২, ১৩ ডিসেম্বর মধ্যে যেকোন দিন দেশব্যাপী সকল জেলা ও মহানগরে কৃষকদলের উদ্যোগে আলোচনা সভা/র‌্যালি, শীতবস্ত্র বিতরণ/কৃষিপণ্য বিতরণ করা হবে।

সংগঠনের নেতাকর্মীদেরকে কর্মসূচি সফল করতে কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অনুরোধ করেছ।

বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত