রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩
রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকায় নির্মাণাধীন ভবনের ১৮তলার ছাদ থেকে পড়ে নয়ন মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।
নয়নের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মন্দরগাপাড়া গ্রামে। সে ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে। বর্তমানে সে নির্মাণাধীন ওই স্থাপনায় বসবাস করতো।
নয়ন মিয়াকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাহাত জানান, আজিমপুর এলাকায় নির্মাণাধীন ২০তলা ভবনের ১৮তলায় কাজ করার সময় অসাবধানবশত সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানিয়েছি।
বাংলাদেশ জার্নাল/এফএম