ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ঘুরতে গিয়ে স্বামীকে হত্যা: স্ত্রীসহ ৩ জনের প্রাণদণ্ড

  প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:১৭

ঘুরতে গিয়ে স্বামীকে হত্যা: স্ত্রীসহ ৩ জনের প্রাণদণ্ড
ফাইল ছবি

সিলেটের জাফলংয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী, তার প্রেমিকসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চতুর্থ এর বিচারক শায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন ওই আদালতের অতিরিক্ত পিপি মো. জালাল উদ্দিন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আল ইমরানের স্ত্রী খুশনাহার বেগম (২২), মাহমুদুল হাসান ওরফে মানিক মণ্ডল (২২) ও নাদিম আহমদ নাইম (২০)।

মামলার এজাহারের বরাত দিয়ে আইনজীবী জালাল বলেন, আল ইমরান স্ত্রীসহ সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ হোটেলে উঠেছিলেন। ২০২৩ সালের ১৬ এপ্রিল হোটেলের ড্রেনে ইমরানের মরদেহ পাওয়া যায়। ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জব্বার বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ খুশনাহারের কথিত প্রেমিক মাহমুদুল হাসান ও তার সহযোগীদের গ্রেপ্তার করে।

তদন্তে জানা যায়, মাহমুদুল হাসানের সঙ্গে খুশনাহারের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করে তারা। মামলায় ২৪ জন সাক্ষ্য দিয়েছেন।

আইনজীবী জালাল বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি নাবালক হওয়ায় তার বিচার কাজ শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত